ই-পেপার | বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চবি শাটলে কাটা পড়ে প্রাণ গেল নানী-নাতির

সিএনএন বাংলা২৪,ডেস্ক:

চট্টগ্রাম: শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেল সোয়া ৩টার দিকে নগরের অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)।

তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম।

তিনি সিএনএন বাংলা২৪কে জানান, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ২টা ৫০ এর ট্রেন অক্সিজেন এলাকায় পৌঁছালে এক নারী ও এক শিশু কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সিএনএন বাংলা২৪কে জানান, ট্রেনে কাটা পড়া দুই জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের স্বজনরা জানিয়েছেন তারা দুইজন সম্পর্কে নানী-নাতি। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: