ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবক মো. আসাদুল্লাহকে (৩৬) হত্যা করেছে দুর্বৃত্তর। সোমবার দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুল্লাহ উখিয়ার ২০ নম্বর (এক্সটেশন) ক্যাম্পের প্রয়াত মো. ছিদ্দিকের ছেলে।

জুয়েল জানান, রোববার দিবাগত মধ্যরাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি সেতুর ওপর তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

জুয়েল আরও জানান, রাতে লাল পাহাড়ের পথ দিয়ে ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী প্রতিবন্ধী রোহিঙ্গা আসাদুল্লাহকে তাঁর ঘর থেকে তুলে নেন। পরে তাকে নতুন ব্রিজের ওপর নিয়ে কুপিয়ে এবং গলায় গুলি করে হত্যার পর পালিয়ে যান।

খবর পেয়ে এপিবিএন উখিয়া থানা পুলিশকে হত্যার বিষয়টি জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আসাদুল্লাহ হামলাকারী সন্ত্রাসীদের তথ্য প্রতিপক্ষ সন্ত্রাসীদের জানিয়েছিলেন। সেই জের ধরে এই হত্যাকাণ্ড। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে,” বলেন তিনি।