ই-পেপার | শনিবার , ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের শমশেরনগর হাসপাতালের সাংগঠনিক কমিটি গঠন

সালেহ আহমদ স’লিপক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকে নির্বাহী সভাপতি, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুকে নির্বাহী সহ-সভাপতি, মোঃ আব্দুস সালামকে সদস্য সচিব ও মোঃ আব্দুল মোত্তাকীনকে অর্থ সম্পাদক করে গত ১৩/০৮/২০২৩ইং তারিখে অনুষ্ঠিত শমশেরনগর হাসপাতালের আহবায়ক কমিটির সভায় প্রস্তাবিত ১২৫ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে অনুমোদিত নবগঠিত সাংগঠনিক কমিটির অন্যান্যরা হলেনঃ- সভাপতি মণ্ডলীর সদস্য- মোঃ আব্দুস শহীদ, এ.কে.এম. জিল্লুল হক, সৈয়দ মাসুম, সৈয়দ সোহেল আহমদ, ধরনী পাল, তফজ্জুল আলী, এখলাছ আহমেদ হায়দরী, রতন বর্মা ও পারভীন আক্তার লিলি।

সহ-সভাপতি মণ্ডলী- শহীদুর রহমান রিমুন (কানাডা), শামীম আহমদ (মৌলভীবাজার), মোজাম্মেল আহমেদ চৌধুরী টিপু (ইউকে), তরিকুর রশিদ চৌধুরী (ইউকে), আলাউর রহমান খান শাহীন (ইউকে), আব্দুল মালিক বাবুল, মোঃ কুতুব আলী (ইউকে), মোহাম্মদ বদরুল ইসলাম (ইউকে), জুয়েল আহমদ তরফদার (ইউকে), সৈয়দ আমিরুল ইসলাম (খুশালপুর, কমলগঞ্জ), আলহাজ্জ আব্দুস ছালাম (আদমপুর), খালেদ চৌধুরী (খুশালপুর, কমলগঞ্জ), আব্দুল মোয়াক্কির চৌধুরী (স্কটল্যান্ড), মোঃ মোস্তফা মিয়া (স্কটল্যান্ড), জাফর হোসেন (আরব আমিরাত), বশির মিয়া (কুয়েত), আব্দুল মোতালেব লিটন (ইউকে), শেখ ইব্রাহিম শিরিন (কুয়েত), মোস্তাক আহমেদ (ইউকে), শেখ বাবুল (কুয়েত), মোহাম্মদ আলী সুহেল (আরব আমিরাত) ও প্রকৌশলী মনজুর আলম চৌধুরী।

সহযোগী সদস্য সচিব ও আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান। সহকারী সদস্য সচিব-আবু সাদাত মোঃ সায়েম, মাওলানা হেলাল উদ্দিন, জুনেল আহমেদ তরফদার, মোস্তাক আহমেদ চৌধুরী, আমিনুর রহমান লিটন, অনিমেষ পাল লিটন, মাসুম আহমেদ ও রুহুল কুদ্দুস চৌধুরী।

সহযোগী অর্থ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান পারুল, জনসংযোগ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, আন্তর্জাতিক জনসংযোগ সম্পাদক জয়নাল আহমদ (ইউকে), সাংগঠনিক সম্পাদক আমিনুল হক খোকন, সহযোগী সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সামাইল, দপ্তর সম্পাদক মতিউর রহমান শাহেদ, সহযোগী দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান (সিনিয়র শিক্ষক), সহকারী দপ্তর সম্পাদক সমরেন্দ্র সেন শর্মা, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বর্হিঃবিশ্ব/আন্তর্জাতিক) আলাউর রহমান খান, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক), প্রকৌশল বিষয়ক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিলি পাল (সিনিয়র নার্স)।

সদস্যবৃন্দ- সরওয়ার জামান রানা, আলেয়া জামান, সৈয়দ জামাল হোসেন (পৌর কাউন্সিলর), প্রভাষক শেখ এম শামীম সাহেদ (ইউকে), রাম ভজন কৈরী (উপজেলা ভাইস চেয়ারম্যান, কমলগঞ্জ), বিলকিস বেগম (উপজেলা ভাইস চেয়ারম্যান, কমলগঞ্জ), সানোয়ার হোসেন (ইউপি সদস্য), ইজ্জাদুর রহমান (ইউপি সদস্য), তাজুদ আলী (ইউপি সদস্য), ফজলুর রহমান (ইউপি সদস্য), আবু বকর সিদ্দিক (ইউপি সদস্য), ইয়াকুব মিয়া (ইউপি সদস্য), শেখ রায়হান ফারুক (ইউপি সদস্য), নমিতা সিং (ইউপি সদস্য), শারমিন চৌধুরী (ইউপি সদস্য), আব্দুল হান্নান (সভাপতি- বণিক সমিতি, শমশেরনগর), আজিজুর রহমান মশাহিদ (সম্পাদক- বণিক সমিতি, শমশেরনগর), আব্দুস শহীদ জহির, শাহজাহান সিরাজ, হাজী ইউসুফ আলী, ইসমাইল হোসেন, আহাদ হোসেন, সুহেল আহমদ, আবিদুর রহমান, শওকত খান (ইউকে), ফজলুল হক (কৃষ্ণপুর), আনোয়ারুল হক, আব্দুর রকিব চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী সুমন, মোঃ আবুল লেইছ, আজিজুল ইসলাম বুলু, সাইফুর রহমান কামরান, মোঃ সিরাজুল ইসলাম (প্রধান শিক্ষক), মোঃ শফিকুর রহমান (মুন্সীবাজার), সনাতন হামোম, তোফায়েল আহমদ রোশন, আহমেদুর রহমান খোকন, মোঃ রুহেল চৌধুরী, শাহীন আল রাজী (আরব আমিরাত), ফয়সল আহমদ (আরব আমিরাত), রাজিব ঢালী (আরব আমিরাত), মশিউর রহমান মধু (আরব আমিরাত), সুলতানা আজাদ (আরব আমিরাত), মুনীম হোসেন (আরব আমিরাত), মিজানুর রহমান (হাজী নগর), মিজানুর রহমান (ভাদাইর দেউল), নুরুল ইসলাম খান রাজু, আব্দুল আহাদ (শমশেরনগর চা বাগান), সাইফুল ইসলাম শামীম (আলীনগর), সৈয়দ তালেব আলী (ফ্রান্স), মিতুল খান (পতনঊষার), রাশেদা আক্তার (পতনঊষার), কাওসার আহমেদ (শরীফপুর), ইফতেখার হোসেন, সীতারাম বীন, সজল কৈরী, কবির আহমেদ (কুয়েত), আহসানুল হক মাহিন (ইউকে), আশিকুর রহমান (আরব আমিরাত), অলক সাহা, অপূর্ব নারায়ন, মনোজ বর্মা, ফখরু চৌধুরী, আব্দুল খালিক, আব্দুল মালেক চৌধুরী, (ইউএসএ, হাজীপুর), তারেক আমিন রাজন, মুস্তাফিজুর রহমান সুহেল, আব্দুস শহীদ (সতিঝির গাঁও), প্রভাষক কামরুল ইসলাম ও লাকি দে।

উল্লেখ্য, নির্বাহী সভাপতিকে প্রয়োজনে আলোচনা সাপেক্ষে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের ক্ষমতা দিয়ে এ কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি বিভিন্নজনের প্রস্তাবের ভিত্তিতে অনেককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে যারা বিগত সভায় উপস্থিত ছিলেন না। তাই এই কমিটিতে অন্তর্ভুক্ত কোন ব্যক্তি অনাগ্রহী হলে তার/তাদের নাম প্রত্যাহারের অনুরোধ করতে পারেন বলে নবগঠিত কমিটির সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী জানিয়েছেন।