ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় বিশেষ ছুটির দিনেও মাদরাসায় নেওয়া হলো পরীক্ষা: ক্ষুব্ধ অভিভাবকরা

বিশেষ প্রতিনিধি:সিএনএন বাংলা২৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া এলাকার একটি দাখিল মাদরাসায় সরকার ঘোষিত বিশেষ ছুটির দিনেও ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বড়লিয়া শাহ ছৈয়দ আবদুচ্ছালাম আউলিয়া (রহ) দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাসিরুল ইসলাম এই কান্ড ঘটান।

অভিভাবকেরা জানান, সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবার কারণে বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ ছুটি’ ঘোষণা করা হলেও সরকারি সেই আদেশের তোয়াক্কা করেননি বড়লিয়া শাহ ছৈয়দ দাখিল মাদরাসার সুপার নাসির। তিনি গায়ের জোরে শিক্ষার্থী ও শিক্ষকদের মাদরাসায় যেতে বাধ্য করেছেন। এছাড়া যারা মাদরাসায় যাননি তাদের তিরস্কারও করেছেন।
এবিষয়ে মাদরাসাটির ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাসিরুল ইসলাম বলেন- ‘বৃহস্পতিবার মাদরাসায় কোনো পরীক্ষা নেওয়া হয়নি’।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দায়িত্ব পালন করা শিক্ষকদের ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ এই প্রতিবেদকের নিকট রয়েছে জানালে তিনি কোনো উত্তর না দিয়ে অনেকটা নিরবতা পালন করেন।

এবিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আতিকুল মামুন দৈনিক প্রতিদিনের কাগজ-কে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এটা হয়ে থাকে, তবে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।