ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকচাপায় শিক্ষকসহ দুইজনের মৃত্যু

মাহমুদুল্লাহ রিয়াদ , ময়মনসিংহ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর
)সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৬২)। তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অন্যজন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী স্কুল শিক্ষকসহ ওই নারীকে চাপা দেয়। এসময় দুইজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। অপরদিকে স্কুল শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করে তাদের স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।