ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবরোধে ট্রাক পোড়ানোর মামলায় যুবলীগনেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল ব্রিজের পাশে চিনি বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সদস্য। সোমবার (৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) অজ্ঞাতনামা ১৫-২০ জন রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। পরে তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে যানবাহন ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির চিনি বোঝাই ট্রাকে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওইদিন ট্রাক মালিক ও ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সি স্বত্বাধিকারী উজ্জল বৈদ্য বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

 

ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন বলেন, টিপু উপজেলা যুবলীগের সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. হায়াত উল্যাহ জানান, গ্রেপ্তারকৃত টিপুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিএনএন বাংলা২৪