নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংককে রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এ সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংস্থার সহযোগিতা চান।ইউএনএইচসিআরের হাইকমিশনার রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি প্রত্যাবাসনের লক্ষ্য অর্জনে সংস্থাটির পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো যারা কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে। এরমধ্যে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে নানা উদ্যোগের কথা বলা হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এ কারণে খুব শিগগিরই এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না।