সালেহ আহমদ স’লিপক, সিলেট :
‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ এ প্রতিপাদ্য নিয়ে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।
এ সময় প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রবীণ নাগরিকদের প্রতি আমাদেরকে সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম, মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।