ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঁশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রীশু কুমার ঘোষ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় সম্মাননা হিসেবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গাইড লাইন অনুযায়ী এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও একটি সম্মাননাপত্র, একটি সার্টিফিকেট তাঁকে প্রদান করা হবে।

 

২০২২-‘২৩ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের গাইড লাইন অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, স্বচ্ছতা, কাজের গুণগতমান, সরকারি নিয়ম মেনে জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান ও বর্তমান সরকারের জনবান্ধব নীতিমালা বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ সারাদেশে ৮০ জন কর্মকর্তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। দক্ষিণ চট্টগ্রামের ৯জন ডিজিএমের মধ্যে তিনিই সেরা শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

 

তিনি ২০২২ সালের ২০ জানুয়ারীতে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বাঁশখালী জোনাল অফিসে ডিজিএম হিসেবে যোগদান করেন। সদা হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী এই কর্মকর্তা বাঁশখালীতে চাকুরী করার সুবাদে গ্রাহকদের সাথে ভাল আচরণসহ বিদ্যুতের সেবা প্রদানে আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য বেশ সুনাম অর্জন করেছেন। এমনকি তিনি বাঁশখালীর বিশিষ্টজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্নস্তরের লোকদের নিয়ে ‘বাঁশখালী পল্লীবিদ্যুৎ’ নামে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ খুলেন। যার মাধ্যমে প্রেরিত অভিযোগের সাথে সাথে তড়িৎসেবা প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক আসাফউদ্দৌলার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি প্রকাশিত হলে সহকর্মীরা আনন্দ -উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

 

পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উক্ত কর্মকর্তা বলেন, কাজের ক্ষেত্রে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার জন্য আমার এ প্রাপ্তি। নিশ্চয়ই এ অর্জন আমার কর্মস্পৃহা বৃদ্ধিসহ উন্নত জনসেবা প্রদানে উৎসাহ যোগাবে এবং মনোবল বৃদ্ধি করবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪