আলমগীর হোসেন, খাগড়াছড়ি
খাগড়াছড়ির ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী আব্দুর রহমান আবির হত্যাকারী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইনকে গ্রেফতার নিয়ে প্রেসব্রিফিং করেছে খাগড়াছড়ি পুলিষ পুলিশ সুপার মুক্তা ধর।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার ও রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, মূলত পড়াশোনায় মনোযোগ না থাকার অজুহাতে শিক্ষক হাফেজ মো, আমিন হোসাইন শিশুটিকে ডিশ লাইনের তার দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট বিকালে জেলা সদরের ভূয়াছড়ি বায়তুল আমান দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী আব্দুর রহমান আবির(৭) কে পিটিয়ে হত্যা করা হয়।
সোমবার রাতে খাগড়াছড়ি থানা পুলিশের একটি টিম চট্টগ্রামে চাঁদগাও এলাকার একটি বাড়ি থেকে শিক্ষক মো. আমিন হোসাইনকে আটক করা হয়।