ক্রীড়া প্রতিবেদক
কোমরের চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ মিস করেছিলেন তামিম ইকবাল। এরপর ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা গেছে ওয়ানডে অধিনায়ককে। তবে গত বৃহস্পতিবার আবারো দু:সংবাদ এসেছে তামিমকে নিয়ে। এদিন অনুশীলনে থ্রোয়িং করতে গিয়ে পুরোনো ব্যথা আবারো মাথা চাড়া দিয়ে ওঠেছে তার।
তবে শনিবার আবারও অনুশীলনেও দেখা গেছে তামিমকে। যদিও তার সবশেষ ইনজুরি অবস্থা এখনো জানা যায়নি। দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে তামিমকে নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তামিম একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে খেলছে। সে ভালোই খেলছে। আমি ডাক্তার বা ফিজিও নই, তাই তোমাদের অনেকের দৃষ্টিকোণ থেকে আমি ওর ব্যাপারে মন্তব্য করতে পারি না। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বললে বলব, সে অনেক ভালো একজন ব্যাটার।’
এছাড়া সবশেষ জাতীয় দলের ক্যাম্প নিয়ে পোথাস বলেন, ‘ক্যাম্প দারুণ ছিল। সবাইকে দেখার একটা সুযোগ হলো। অনেক ভালো সুযোগ-সুবিধা। ছেলেদের যতটা প্রস্তুতি দরকার ছিল তা নিয়েছে। আমরা খুশি।’
পোথাস যোগ করেন, ‘ছেলেদের সুযোগ দেওয়ার পাশাপাশি এটা আমাদেরও বিকল্প বাড়ায়। কেউ যদি চোটে পড়ে তাহলে এমন কাউকে আনতে হবে না যাদের আমরা দেখিনি। তারা বরং অনুশীলন করে প্রস্তুত থাকুক।
‘
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪