ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধি :

উত্তরের জেলা জয়পুরহাটে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানকার তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

টানা ৭ দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ বের্যবেক্ষক হামিদুল হক বলেন, ‌‘এদিন সকাল সাতটার দিকে ৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা ৭ দিন জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ৭-৯ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে।’