ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সময় নষ্ট করতে চান না সাকিব

স্পোর্টস ডেস্ক :

গত নভেম্বরে ভারতে শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ওয়ানডে বিশ্বকাপের ৮ মাসের ব্যবধানে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের বিশ্বকাপের আগে আর সময় নষ্ট করতে চান না বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ওয়ানডে বিশ্বকাপের সবশেষ আসরে আঙুলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি সিরিজে খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

চোট কাটিয়ে আসন্ন বিপিএলকে সামনে রেখে রোববার জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাতেই ঢাকায় ফেরেন সাকিব। ভোটের পর দিন গতকাল সোমবার অনুশীলন শুরু করেছেন তারকা এই অলরাউন্ডার।

নিজের চোটের অবস্থা জানিয়ে সাকিব বলেন, অনুশীলন শুরু করেছি। আরও কিছু দিন সময় লাগবে।

বিপিএল সামনে রেখে দ্রুত অনুশীলনে ফেরা নিয়ে সাকিব বলেন, বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।