ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবাধিকারকর্মী সৌরিন্দ্র মোহন বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা ও সাবেক মানবাধিকারকর্মী সৌরিন্দ্র মোহন বড়ুয়া আর নেই। তিনি আজ রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কয়েকমাস ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় সজন ও গুণগ্রাহী রেখে যান।

রোববার ( ৩১ ডিসেম্বর) বেলা দুইটায় নিজ বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জাদিপাড়া কেন্দ্রীয় শ্মশান প্রাঙ্গনে তাকে সমাহিত করা হবে বলে জানান তাঁর বড় ছেলে পুলক বড়ুয়া।

সাবেক মানবাধিকারকর্মী সৌরিন্দ্র মোহন বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু,সাধারণ সম্পাদক সুভংকর বড়ুয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মাস্টার মো. আলম, জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি ও কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরমান উল্লাহ প্রমুখ।