ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২৩ জুন শুরু

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ কর্ণফুলী উপজেলা জোনের প্রস্তুতি সভা ৮জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

 

কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, যুব উন্নয়ন অফিসার এনামুল হক সরকার, ক্রীড়াবিদ শেখ মুহাম্মদ, এমএ রহিম, মোঃ ফরহাদ জিতু, ওয়াজউদ্দিন আজাদ, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জুন কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী কলেজ মাঠে জোনের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: