ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কড়া শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :
রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। এই হুঁশিয়ারি অমান্য করলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে পারে ব্রাজিল।

ফিফা এক চিঠিতে ব্রাজিল ফুটবল সংস্থাকে জানিয়েছে, ব্রাজিল ফুটবলের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর যে তৎপরতা চলছে তা অব্যাহত থাকলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল।

গত বছর ব্রাজিল ফুটবল সংস্থায় নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিয়ো ডি জেনেইরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।

ফুটবল সংস্থায় সরকারি হস্তক্ষেপ বরদাশত করে না ফিফা। কোনোরকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেই সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তেমনটা না হয় তাহলে বিশ্বকাপে বাদ পড়তে পারে ব্রাজিল।