ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানা পুলিশ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ইসলামাবাদে অভিযান পরিচালনা করে। এসময় ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারী টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মোঃ ইসমাইলের স্ত্রী হুমায়রা আক্তার (৩০)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদের মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ ইসমাইল (৪০)’র বসতঘরে অভিযান পরিচালনা করে। পরবর্তী মাদকব্যবসায়ী হুমায়রা আক্তারকে আটক করা হয়। অভিযানের টেরপেয়ে ২জন মাদককারবারী কৌশলে পালিয়ে যায়। পলাতক মাদককারবারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার মাদককারবারী বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।