নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
রামুতে ‘নির্বাচনী সংহিসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব ‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
বুধবার, ৬ ডিসেম্বর সকালে দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, রামু নির্বাচন অফিসার মহিউদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, নুরুল হক চৌধুরী, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক খালেদ শহীদ ও শোয়েব সাঈদ।
কর্মশালায় অংশ গ্রহণ করেন, নুর হোসেন, মাষ্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, মৃনাল বড়ুয়া, আহমদ সৈয়দ ফরমান, আবুল কাসেম, হোসনে আরা বেগম, মৌলভী বখতিয়ার আহমদ, মৌলভী নুরুল হাকিম, সাইফুদ্দিন খালেদ, মোঃ মুফিজুর রহমান, রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা ইসলাম নেভী, আব্দুর রহিম, মিজানুর রহমান, আবুল মনছুর, ফরিদুল আলম, তসলিমা আকতার লিপি, শফিকুর রহমান, রাবেয়া বশরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি), কক্সবাজার জেলা দায়িত্ব প্রাপ্ত আব্দুর রউফ।