ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল, ক্যাডার পদে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:

সর্বোচ্চসংখ্যক শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে পিএসসি সূত্র।

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার পদে তিন হাজার ১০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদও উল্লেখ থাকবে। নন-ক্যাডার পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়।

বিসিএস নিয়োগ পরীক্ষায় জট এড়াতে প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় পিএসসি। তারই ধারাবাহিকতায় এবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।