ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে যাত্রীবাহী বাসে আগুন

মোঃ আঃ রহিম জয় চৌধুরী ,ফেনী :

ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, থেমে থাকা অবস্থায় মহিপাল বাস টার্মিনালে সুগন্ধা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বাসের হেলপার ফরহাদ বলেন, ‘গাড়ি রাস্তার পাশে পার্কিং করে সবাই টার্মিনালের ভেতরে খেলা দেখছিল। হঠাৎ একজন আগুন আগুন বলে চিৎকার দিলে আমরা সবাই বালতিতে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের লোকজনে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।’