ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৪৫০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক , কক্সবাজার :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আবহাওয়া অফিস ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় ৪৫০ পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, নিম্নচাপের প্রভাবে আবহাওয়া প্রতিকূল অবস্থায় রয়েছে এবং সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। তখন সেখানে থাকা পর্যটকরা ফিরে আসতে পারবেন।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এতে সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা পড়েছেন। আশা করছি আবহাওয়া অনুকূলে চলে আসবে। তখন পর্যটকরা ফিরে যেতে পারবেন।