ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এশীয় মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজরুলের ২ পদক

ক্রীড়া বাংলা ডেস্ক :

ফিলিপিনে অনুষ্ঠিত ২২তম এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ৩৫-৩৯ বয়স ক্যাটাগরিতে ১০ কিলোমিটার রোড দৌড়ে সিলভার (দ্বিতীয়) মেডেল ও ৫ কিলোমিটার দৌড়ে ব্রোঞ্জ (তৃতীয়) পদক অর্জন করেছেন কুমিল্লার দেবিদার গোপালনগর এলাকার কৃতি সন্তান সিঙ্গাপুর প্রবাসী নজরুল ইসলাম।

১০ কিলোমিটার রোড দৌড়ে প্রথম হয়েছেন ফিলিপাইনের বলিবার এবং তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার ইতোক ত্রিউইয়োনো। ৫ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন সিঙ্গাপুরের মারকাজ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফিলিপিনের বলিবার।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে গর্বিত করেছেন সিঙ্গাপুর প্রবাসী নজরুল ইসলাম। চ্যাম্পিয়নশিপটি শুরু হয়েছে গত ৮ নভেম্বর এবং শেষ হয়েছে ১২ নভেম্বর। তার সাফল্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।