ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:

 

রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মহাসমাবেশে হট্টগোল চলার সময় বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন।মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

 

 

এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।