ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়াকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে সভা

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে এক যৌথসভা ও টাস্কফোর্স কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পেকুয়া উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতোমধ্যে ১৮৮টি গৃহ ও ভুমিহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় কয়েক দফায় মুজিব শতবর্ষের ঘর হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪