ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এন এইচ টি সিসিপিএ নববর্ষ র‌্যাপিড রেটিং দাবায় চ্যাম্পিয়ন হানিফ,রানার্স আপ মালেক

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে সিসিপিএ-এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স এন্ড জুসবার বাংলা নববর্ষ দাবা টুর্নামেন্ট ও মিলন মেলা অনুষ্ঠান ১৯ এপ্রিল,শুক্রবার স্টেডিয়াম শপিং কমপ্লেক্সের সিসিপিএ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেকের সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোঃ তানসীর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজিকেএস কার্যনির্বাহী সদস্য এনামুল হক । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা রাকিব-উল-ইসলাম সাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক সহ-সভাপতি সৈয়দ আব্দুল আহাদ,এ্যাড:টিটু বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা আরিফুর রহমান,প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন,অর্থ সম্পাদক আসিফ মাহমুদ,রুহুল আমিন প্রমুখ।

 

টুর্নামেন্টে ৭খেলায় ৬ পয়েন্ট পেয়ে আবু হানিফ চ্যাম্পিয়ন এবং সমান পয়েন্ট পেয়ে ট্রাইবেকে আব্দুল মালেক রানার-আপ, মোঃ আলী ইয়াকুব ৩য়, দীব্য দাশ গুপ্ত ৪র্থ, তানভীর আলম ৫ম স্থান অর্জন করে ।সমান খেলায় ৫.৫ পয়েন্ট ট্রাইবেকে মাধ্যমে আহমেদ হোসেন মুজমদার ৬ষ্ঠ, ইফতেখার আলম ৭ম স্থান এবং ৫পয়েন্ট পেয়ে নুর মোহাম্মদ ৮ম স্থান লাভ করেন।

টুর্নামেন্টে সেরা অনুর্ধ ১২তে আইলান, অনুর্ধ ১৪তে আহনাফ দাইয়ান, অনুর্ধ ১৬তে মুশফিকুর রহমান, সেরা ননরেটেড মো: নিজাম উদ্দীন, রেটিং ১৬০০-১৮০০ প্রাঞ্জল বড়ুয়া, মহিলা বিভাগের তৌহিদা বেগম ও ৫০ উর্ধ্বে মনতোস কান্তি পুরষ্কার লাভ করেন.ফিদে কতৃক অনুমোদিত এই রেটিং টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে মোঃ নুরুল আমিন,ডেপটি চীফ আরবিটার হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।