ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে প্রাণের উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা প্রশাসন কতৃক প্রাণের উচ্ছ্বাসে বাঙালিদের ঐতিহ্য পহেলা বৈশাখ নানান কর্মসূচি মাধ্যমে উদযাপন করা হয়।

১৪এপ্রিল(রবিবার)সকাল ১০ঘটিকায় কর্ণফুলী উপজেলা প্রশাসন কতৃক পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সারা দিনব‍্যাপী নানান কর্মসূচির মাধ্যমে উদযাপন পহেলা বৈশাখ করা হয়।

পহেলা বৈশাখের কর্মসূচির মধ‍্যই মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশ ভর্তা আয়োজন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত সভাপতিত্বে, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক কর্মকর্তা, সৈয়দা আমতুউল্লাহ আরজু সঞ্চালনায়,আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম‍্যান আমির আহমদ,ডা.ফারহানা মমতাজ,সহকারী কমিশনার(ভূমি)পিযুষ কুমার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম,কর্ণফুলী থানা পুলিশ সাব ইন্সপেক্টর অমিতাভ,পল্লীবিদুৎ কর্ণফুলী ডিজিএম মোঃ এমরান গণি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

বক্তারা বলেন বাঙালির জীবনে পহেলা বৈশাখের গুরুত্ব অপরিসীম। এই দিনে বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার হযে যায় এই বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।

 

উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকদের সাংস্কৃতিক পরিবারের বর্ষবরণের প্রধান আকর্ষন জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।