ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজারকে হারিয়ে নাইক্ষ্যংছড়ি চ্যাম্পিয়ান,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের পুরাতন বাস ষ্টেশন সংলগ্ন মাঠে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার পেষ্ঠপোষক আবু তাহের বাহাদুরের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

ঢান ঢন উত্তেজনা কর এ খেলায় কক্সবাজার পাহাড় তলীকে হারিয়ে নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও পুরষ্কার এবং রানারআপ ট্রফি তুলে দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেযারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,নাইক্ষ্যংছড়ি বৃটিশ আমেরিকা টোব্যাকো ডিপো ইনচার্জ, মোহাম্মদ অরিফুর রহমান,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: হোসেন, কাঠ ব্যাবসায়ী সাধারণ সম্পাদক জুবাইরুল হক,ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কাঠ ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী,উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: আয়াজ,বিশিষ্ট ব্যাবসায়ী জাকের আহমদ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি আবু তাহের সওদাগর,উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মৌ: নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য আব্দুর রশিদ, সদস্য মো: ইউনুছ। উক্ত খেলার সঞ্চালক ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মো: হোসেন।

 

পরিচালনা কমিটি সূত্রে জানা যায় গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ইং ১১ দলের মধ্যকার এ খেলা শুরু হয়ে আজ সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় আশীক।