ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০০ ফিলিস্তিনি যোদ্ধা আটকের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক বাংলা :

 

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা গত সপ্তাহে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের প্রায় ২০০ সদস্যকে আটক করেছে।

 

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইডিএফ-এর দাবি তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তবে বিবিসি খবরটি স্বাধীন ভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

হামাসকে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইতোমধ্যে ৭০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

হামাস বলছে, ইসরায়েলিদের হাতে নিহত হওয়া ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এদিকে গত শনিবার গাজায় ইসরায়েলি হামলায় ২০১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত ৩৬৮ জন। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এর বেশিরভাগ নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি।