সালেহ আহমদ স’লিপক:
মৌলভীবাজার জেলা সহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মৌলবীবাজারে সকাল থেকেই গুড়িগুড় বৃষ্টি হচ্ছে, জেঁকে বসেছে শীত। এদিকে সকাল থেকে গুড়ি বৃষ্টি হওয়ায় মৌলভীবাজার শহর সহ বিভিন্ন জায়গায় আকাশ পুরোটাই ছিলো মেঘাচ্ছন্ন। সকালে বৃষ্টিতে মানুষকে ছাতা হাতে চলাফেরা করতে দেখা গিয়েছে। কাজমুখী মানুষকে পড়তে হয়েছে বিপাকে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল থেকে (সন্ধ্যা ৫টা) টানা গুড়িগুড় বৃষ্টি হচ্ছে।