ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প‌টিয়ার কোলাগাঁও ইউ‌নিয়ন ম‌হিলা আওয়ামীলী‌গের ক‌মি‌টি গ‌ঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রামের প‌টিয়া উপ‌জেলার কোলাগাঁও ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের ক‌মি‌টি গঠনক‌ল্পে কর্মীসভা শুক্রবার বি‌কে‌লে চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা আওয়ামী লী‌গের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক এর বাস ভব‌নে অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মোহাম্মদ ফারুক ব‌লেন, ব্রিটিশ আমল থে‌কেই প‌টিয়ার নারীরা‌ উপমহা‌দে‌শের নারী জাগর‌নে নেতৃত্ব দি‌য়ে‌ছেন। ইং‌রেজ দুঃশাসন থে‌কে বাংলাসহ ভারতবর্ষ‌কে মুক্ত কর‌তে আত্মাহু‌তি দি‌য়ে মাস্টারদা সূর্য সে‌নের বিপ্লবী দ‌লের সাহ‌সিকা নারী প‌টিয়ার বীরকন্যা প্রী‌তিলতা চট্টগ্রাম‌কে বী‌রের গৌর‌বে ম‌হিমা‌ম্বিত ক‌রে‌ছে। রাস্ট্রনায়ক শেখ হা‌সিনা ঘো‌ষিত স্মার্ট বাংলা‌দেশ গড়ার ক্ষে‌ত্রেও প‌টিয়ার নারী সমাজ‌ অন্যান্য ভূ‌মিকা রাখতে সক্ষম হ‌বে ব‌লে আমরা‌ বিশ্বাস ক‌রি।

 

প্রধান বক্তার বক্ত‌ব্যে প‌টিয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌জেদা বেগম ব‌লেন, আমা‌দের প্রধানমন্ত্রী একজন নারী। তি‌নি এ দে‌শের দুখী মানু‌ষের মু‌খে হা‌সি ফোটা‌নোর জন্য দিনরাত প‌রিশ্রম কর‌ছেন। আমা‌দের‌কে ঘ‌রে ব‌সে থাক‌লে চল‌বেনা। দেশ গড়ার কা‌জে আমা‌দের‌কে সাহ‌সের সা‌থে কাজ ক‌রে যে‌তে হ‌বে। উন্নয়ন ও অগ্রগ‌তির ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচ‌নে শেখ হা‌সিনা ও নৌকার বিজয় সু‌নি‌শ্চিত কর‌তে নারী‌দের ব্যাপক ভূ‌মিকা পালন কর‌তে হ‌বে।
সভায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, প‌টিয়া পৌরসভা ম‌হিলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হোস‌নে আরা বেগম, হাইদগাঁও ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ফের‌দৌস বেগম।

স্থানীয় ম‌হিলা নেত্রী ‌ছেনুয়ারা বেগম এর‌ সভাপ‌তি‌ত্বে ও দী‌প্তি দে’র সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় আ‌রো বক্তব্য রা‌খেন, চট্টগ্রাম দ‌ক্ষিন জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের শিল্প ও বা‌ণিজ্য বিষয়ক উপ সম্পাদক আনছুর আলী, প‌টিয়া উপ‌জেলা শ্রমিক লী‌গের সা‌বেক সহ সভাপ‌তি আলী আশরাফ, সা‌বেক‌ জেলা ছাত্রলীগ নেতা সু‌জিৎ কুমার বড়ুয়া শিমুল, কালার‌পোল শেখ রা‌সেল ক্রীড়া একা‌ডেমীর উ‌দ্যোক্তা যুব‌নেতা স‌রোয়ার আজম খান, আ‌রিফ মাহমুদ প্রমূখ।

 

সভায় নারী নেতৃবৃন্দ সর্বসম্ম‌তিক্রমে ছেনুয়ারা বেগম‌কে কোলাগাঁও ইউ‌নিয়ন ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও দী‌প্তি দে-কে সাধারন সম্পাদক ক‌রে তা‌দে‌র‌কে আগামী প‌নের দি‌নের ম‌ধ্যে পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করতে বলা হয়।

সিএনএবাংলা২৪