ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং পটিয়া পৌরসভা মেয়রের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্প উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল।

 

ক্যাম্পে সংগঠনের কার্ডিওলজিস্ট কনসালটেন্টসহ প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা, উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার), মেদবাহুল্য ও ডায়াবেটিস, পুষ্টি ও খাদ্যাভ্যাস বিষয়ক পরামর্শ সহ হৃদরোগের অন্যান্য ঝুঁকি নিরুপণ পূর্বক বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

 

মেডিকেল ক্যাম্পে সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ আবু তারেক ইকবাল, কমিটির সদস্য ডাঃ একেএম নাসির উদ্দিন, কনসালটেন্ট অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডা: একে বসাক, সংগঠনের অপারেশনাল কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি ও ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক সেলস ম্যানেজার
আমিরুল বাসারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান সহ সর্বাত্মক সহযোগিতায় সম্পৃক্ত ছিলেন।

 

পটিয়া পৌরসভা মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে । পৌর মেয়র আইয়ুব বাবুল এ ধরনের একটি মানবিক উদ্যোগ গ্রহনের জন্য চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রান্তিক পর্যায়ে বসবাসকারী হৃদরোগাক্রান্ত অস্বচ্ছল নারী পুরুষ এর প্রতি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প পরিচালনা করার ব্যাপারে অনুরোধ জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪