ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে ৫০ টাকার আলু ৩৫ টাকায় বিক্রি

মোঃ আঃ রহিম জয় চৌধুরী,ফেনী:

 

ফেনীতে আলুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখেই ৫০ টাকায় বিক্রি হওয়া আলু নিমিষেই ৩৫ টাকায় বিক্রি করা শুরু করে বিক্রেতারা। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার জমাদ্দার বাজারে এঘটনা ঘটে।

 

৩৫ টাকা আলু বিক্রি হচ্ছে শুনে সাধারণ ক্রেতাগণ ভিড় জমায় আলুর দোকানে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা পুনরায় ৫০ টাকায় আলু বিক্রি শুরু করেন।

 

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস বলেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে আলুর দাম বাড়িয়ে দিয়েছে। আপাতত পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আগামীতে প্রতি মুহূর্তে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪