আবদুল হাকিম রানা, পটিয়া:
চট্টগ্রামের পটিয়া, দোহাজারী ও কেরানীহাটে ইউনিয়ন ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব ও দুস্তদের মাঝে ত্রাণ সামগ্রি ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে পটিয়ার দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। উপস্থিত ছিলেন চট্টগ্রামের লালদিঘী শাখার এসভিপি ও ম্যানেজার মো. আরফান আলী, এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বিওসিডি ভিপি চৌধুরী এসএম আতিকুর রহমান হায়দার,, আইআরএমডি আবদুল কাইয়ুম, কুমিরা শাখার ম্যানেজার ও ভিপি এম. রেজাউল করিম, এসএভিপি ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জহুরুল আলম, এসএভিপি এবং ম্যানেজার ডিটি আরডি শাখা মোঃ আবদুল আজিজ, এভিপি ও ম্যানেজার জুবলী আরডি শাখা ফিরোজ মাহমুদ,
এভিপি ও ম্যানেজার বহদ্দারহাট শাখা মো: কামরুল ইসলাম, এফএভিপি ও ম্যানেজার কদমতলী শাখা তানভীর আহমেদ চৌধুরী, পটিয়া শাখার ব্যবস্থাপক দিদারুল দিদারুল ইসলাম প্রমূখ।
এসময় পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন, ইউনিয়ন ব্যাংক শুধু বাণিজ্যিক ক্ষেত্রে নয়, আর্তমানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
তিনি এ ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকগুলোকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে অগ্রসর করতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা ও গৃহহীনদের ঘর প্রদান করে মানবতার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বেসরকারি পর্যায়ে এস আলম গ্রুপ ওপটিয়ায় গৃহহীনদের গৃহ এবং লক্ষ লক্ষ বেকার যুবককে চাকুরী দিয়ে বেকার বন্ধু আলহাজ্ব সাইফুল আলম মাসুদ মানবসেবাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি সকল বিত্তবানদেরনিরীহ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।