ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীর রেজাউল ৪৫ লাখ টাকার স্বর্ণবারসহ চট্টগ্রাম বিমানবন্দরে আটক

আবুল কাসেম, মহেশখালী

দুবাই ফেরত যাত্রী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রেজাউল প্রায় ৪৫ লক্ষ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটক হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করে।

আটক রেজাউল করিম মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বলেন, ‘রেজাউল করিম সকাল ৯টার দিকে ফ্লে দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তাল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ৫টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের পিণ্ড ও ৫টি রিং সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।তিনি আরো জানান, আটককৃত রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪