ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ভবন মালিক সমিতির অফিস উদ্বোধন

আবদুল হাকিম রানা, পটিয়া

চট্টগ্রামের পটিয়া কেপিডিএল ক্রাউন সেন্টারে শুক্রবার ভবন মালিক সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। ভবন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ব্যাংকার আমির হুসাইন। আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোহেল মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর, বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম, সাবেক ব্যাংকার আমির হোসেন, নজরুল ইসলাম, (অব:) ব্যাংকার নুরুল ইসলাম, শফিউল আলম, কাজী মুহাম্মদ আবু,(অব.) ব্যাংকার মুহাম্মদ ইদ্রিস, আবদুর রহিম মিঠু, জুলহাসুর রহমান লিংকন, মাহবুল আলম, নঈমুল ইসলাম, জয়দেব বড়ুয়া, তপন ধর, মুহাম্মদ হারুনুর রশীদ, আবদুল খালেক, মোঃ আবুল কাসেম, আবু বক্কর, মোঃ সেলিম উল্লাহ, নজরুল ইসলাম, মিজানুর রহমান, এড.ফয়জুল ইসলাম, ব্যাংকার ফজলুল করিম, মোঃ আবছার, এড. মাইনুল ইসলাম সুমন, মু: জাহাঙ্গীর, গোলাফুর রহমান, গাজী আসিফ ইকবাল, আবুল কালাম সোহরাব হোসেন, এড. লুৎফর রহমান প্রমূখ।

 

এতে প্রধান অতিথি ইউএনও আতিকুল মামুন বলেন, পরিকল্পিত ভবন নির্মাণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত ভবন মালিক সমিতির যথেষ্ট সুযোগ রয়েছে।

 

তিনি ভবন নির্মাণে সরকারি বিধিমালা অনুসরণ ও ভবনের কার্যক্রম পরিচালনায় অসামাজিক কার্যকলাপ দূরিকরণে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি এক্ষেত্রে তার পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দেন।

 

পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, ভবন মালিক সমিতি হওয়ায় ভাড়াটিয়াদের সাথে যেকোনো সমস্যা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তিনি ভবন নির্মাণে পৌরসভার অনুমতিসহ পরিকল্পিত যেকোনো কাজে সহায়তার আশ্বাস দেন।

তিনি ভবন মালিকদেরকে মানবিক কাজেও এগিয়ে আসার আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪